আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে তা‌রেক রহমানের উপহার

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় হামলা মামলা, নির্যাতনের শিকারসহ খুন, গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে ১১ মে সোমবার ৫ পরিবারের কাছে  খাদ্য সামগ্রী পৌছানো হয়।
জানা গেছে, বিএনপির রাজনীতির করতে ২০১২ সালে হামলার শিকার হয়ে রূপগঞ্জের মাহাবুবুর রহমান মারা যান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খোঁজ খবর নিয়ে পরিবারের কাছে ঈদ উপহার ও অর্থ প্রদান করেন।

রূপগ‌ঞ্জের গোলাকান্দাইল কাচারী বাড়িতে  ঈদ উপহার বিতরন কার্যক্রম সার্বিক তত্ত্বাবধান ক‌রেন  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সালামত চৌধুরী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আফজাল কবির, সহ-সভাপতি মফিকুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম ভূঁইয়া, প্রচার সম্পাদক মোঃ রাজীব ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক নাসিম ভূঁইয়া, সোনারগাঁও থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া নির্যাতনের শিকার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের নেতা শাহবুব রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার এনায়েতনগরের কাউসার আহমেদ, কাঁচপুর এলাকার কাজী ফারুক, রূপগঞ্জের চনপাড়া এলাকার চাঁন মিয়া, রূপগঞ্জের কায়েতপাড়ার ফজর আলীর পরিবারের পাশেও দাঁড়িয়েছেন তারেক রহমান