আজ সোমবার, ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে জরিমানা ছাড়া গাড়ির লাইসেন্স হালনাগাদ

রাষ্ট্রপতির আদেশক্রমে নারায়ণগঞ্জে জরিমানা ছাড়া  মোটরযানের কাগজপত্রাদি ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা হবে।  বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। সেই সাথে সোমবার (২০ জানুয়ারি) তারিখের একটি প্রজ্ঞাপন সংযুক্ত করেন।

ওই প্রজ্ঞাপনটি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বি আরটিএ সংস্থাপনা শাখার। যেখানে বলা আছে, ৮ জানুয়ারি ০৭.০০.০০০০.১৪৪.৩২.১০৮.১১-০৪ সংখ্যক স্মারকের সম্মতির প্রেক্ষিতে গাড়ির কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স এর জরিমানা ব্যতীত মূল কর/ফি জমা প্রদানপূর্বক গাড়ির কাগজপত্র হালনাগাদ করার নিমিত্তি এসময়সীমা আগামী ৩০-০৬-২০২০ তারিখ পযর্ন্ত বৃদ্ধি করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ