করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম ঠেকাতে নারায়ণগঞ্জে মাঠে রয়েছে র্যাব। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা থেকে মাঠে নামার কথা জানায় র্যাব-১১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
তিনি বলেছেন, সাধারণ মানুষকে সচেতন করা এবং জনসমাগম যাতে না হয় সে লক্ষ্যে আমরা জেলার সর্বত্র কাজ করবো। পাশাপাশি যেসব স্থান অপ্রয়োজনীয়, কেবল আড্ডাবাজি হয় সেসব স্থান আমরা সীলগালা করে দিবো। যাতে করে যত্রতত্র মানুষ জনসমাগম করতে না পারে। এরপরও যদি কেউ জমায়েত হয় তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
প্রসঙ্গত নারায়ণগঞ্জের ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কোয়ারেন্টাইনে রয়েছে ৭১ জন।