আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে করোনা রোগী ৫৪২ ,মৃত্যু ৩৫

সংবাদচর্চা রিপোর্ট:

করোনাভাইরাস নারায়ণগঞ্জে মহামারী রূপ নিয়েছে। বিপর্যস্ত হয়েছে জেলার অর্থনীতি।  বাড়ছে খাদ্য সংকট। প্রতিদিন করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫৪২ জন। তার মধ্যে মৃত্যু বরণ করেছে ৩৫ জন। সুস্থ হয়েছেন ২১ জন।  নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে নারায়ণগঞ্জ জেলায় বুধবার (২২ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ৩৯ জনসহ মোট আক্রান্ত হয়েছেন ৫০৮ জন তা নিশ্চিত করে আইইডিসিআর। আইইডিসিআর এর নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায় সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তের সংখ্যা ৪০৬ জন, মারা গেছেন ২৩ জন।

নারায়ণগঞ্জের প্রত্যেকটা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে আড়াইহাজারে ১৩ জন, রূপগঞ্জে ৭ জন ,মারা গেছে ২ জন। সোনারগাঁ উপজেলায় ৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ জন।