আজ বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে করোনা ‘ইমার্জেন্সি’র কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রকোপ মোকাবেলায় এবার আক্রান্ত কিংবা সন্দেহভাজনদের নিকট জরুরী খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছে দেয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে করোনা রেসপন্স টিম। বুধবার সন্ধ্যায় নগরীর সাধু পৌলের গীর্জা সংলগ্ন কার্যালয়ে টিমের প্রধান সমন্বয়ক মাহবুব সুমন এক সংবাদ সম্মেলনে এ তথ্য গণমাধ্যমে তুলে ধরেন এবং ‘ইমার্জেন্সি’ নামক অলাভজনক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

গবেষক ও আন্তর্জাতিক পরিবেশ কর্মী মাহবুব সুমন সাংবাদিকদের জানান, সাধারণত দেশের বিভিন্ন স্থানে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। অনেকে নিজ উদ্যোগেই লক্ষণ প্রকাশ পেলে নিজেকে আবদ্ধ করে রাখছেন। সেদিক থেকে তারা যখন লকডাউনে থাকেন তাদের জরুরী খাদ্য সামগ্রী এবং ঔষধ প্রয়োজন হয়। সেসময় আমরা তাদের বাসায় সামগ্রী সর্বোচ্চ নিরাপত্তা সহ পৌঁছে দেয়ার কাজ করবো। আমাদের হটলাইনে ফোন দিলেই হোম ডেলিভারি পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, এটি সম্পূর্ন অলাভজনক একটি উদ্যোগ। আমাদের ভলেন্টিয়াররা পিপিই পরিধান করে সামগ্রী ক্রয় এবং পৌছে দেয়ার কাজ করবেন। সর্বনিন্ম ৫০ টাকা ডেলিভারি ফি তে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় আমরা সার্ভিস দেয়ার চেষ্টা করবো। নিরাপদ দূরত্বে সামগ্রী পৌঁছে দিয়ে বিকাশ, রকেট কিংবা নগদ আমরা পেমেন্ট গ্রহণ  করবো। এতে করে গ্রাহক এবং ডেলিভারী দাতা নিরাপদ থাকবেন।

কি ধরণের পণ্য পৌঁছানো হবে জানতে চাইলে মাহবুব সুমন জানান, মূলত প্রেসক্রিপশনে উল্ল্যেখিত ঔষধ, শিশু খাবার, কাচা বাজার, মুদি বাজার আমরা সরবরাহ করে থাকবো। আমাদের ভলেন্টিয়াররা প্রশাসনের অনুমতি ও নিজ নিজ পরিচয় পত্র সহ এসকল কাজ করে থাকবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইমার্জেন্সির ভলেন্টিয়ার ইলিয়াস জামান, ফারহানা মানিক মুনা সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

ইমার্জেন্সির হটলাইন – ০১৮৩৫ ৮১১৫৫২, ০১৬৮৪ ৩৭৫৭২০।