সংবাদচর্চা রিপোর্ট: মুজিববর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র – এ স্লোগানে নারায়ণগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো: জায়েদুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ – ২ আসনের ( আড়াইহাজার) সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এর আগে অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ এর উদ্বোধন করেন এবং কেক কাটেন । এসময় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।