আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে উল্টে গেলো এসএসসি পরীক্ষার্থীরা

দ্রুতগামী এনা পরিবহন বাসের ধাক্কায় এক সিএনজি উল্টে চালকসহ ৫ দাখিল পরিক্ষার্থী আহত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী রোববার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীরা হলেন, মনিয়া, আশামনি, রাকিব, ইয়াসিন ও মানছুরা।

এ ব্যাপারে আহত সিএনজি চালক শহিদুল্লাহ জানান, সোনারগাঁও উপজেলার কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ৫ শিক্ষার্থীকে নিয়ে দাখিল পরীক্ষা নিয়ে তাহেরপুর পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা হই। সকাল ৯ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডে পৌঁছালে। ওই সময় দ্রুতগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকামেট্রো-ব ১৫-২০৪৭) পেছন দিক দিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সিএনজি রাস্তা সাইডে উল্টে গিয়ে ৫ পরিক্ষার্থী আহত হয়। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে পুলিশের গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আহত সকলকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। তবে আহত ৫জনের আশঙ্কামুক্ত। আহতরা সোনারগাঁও উপজেলার কলতাপাড়া ও মুছারচর গ্রামের বাসিন্দা বলে জানান।