সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে আয়কর জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৩০এপ্রিল সকাল ১১টায় সদর দপ্তর (প্রশাসন) নারায়ণগঞ্জ আয় কর অফিসের ২য় তলায় কর অঞ্চল জরিপ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হাফিজ আহমেদ মোরর্শেদ বলেন, আয়কর অফিসের কর্মকর্তা কর্মচারীদের সাথে করদাতাদের কোন বৈরিতা থাকবে না। সারাদেশে হয়রানি বিহীন জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশেষ অতিথি মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল ) বলেন, এদেশের উন্নয়ন অর্থের যোগানদাতা হচ্ছে আমরা যারা কর দেই। আমাদের নাগরিক দায়িত্ব হলো আমাদের আয়ের একটি অংশ কর দেওয়া। যে সকল ব্যবসায়ী এখনো কর এর আওতায় আসেনি তাদের কে করের আওতায় এনে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীজন হওয়ার আহবান জানাচ্ছি।
উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং সকল অতিথিবৃন্দ কর নেটের আওতায় এসে সুষ্ঠুভাবে কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রেখে উন্নয়ন মহাসড়কে অভিযাত্রায় অংশীদার হওয়ার আহবান জানান।
নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার সংবাদ সম্মেলনে বলেন,সারা দেশের অন্যান্য কর অঞ্চলের ন্যায় কর অঞ্চল কর অঞ্চল নারায়ণগঞ্জ জরিপ কার্যক্রম চলমান থাকবে। জরিপ কার্যক্রমের প্রতি করদাতাদের উৎসাহ থাকায় আরো অধিক সংখ্যক নতুন করদাতা কর নেটের আওতায় আসবে বলে কর কমিশনার আশা প্রকাশ করেন।
আয়কর প্রদান সহজ ও সরলিকরনের লক্ষে কর বান্ধব পরিবেশে এই জরিপ কার্যক্রম পরিচালনা করার দৃঢ় সংকল্প তিনি ব্যক্ত করেন।
এছাড়া অনুষ্ঠানে ৫০ জন করদাতাকে সার্টিফিকেট প্রদান করা হয়।