সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৩ জন।গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন কোন মৃত্যু নেই।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৫১ জন। বুধবার (৬ মে) জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে নাসিক এলাকায় মারা গেছে ৩৬ জন , আক্রান্ত হয়েছে ৬৬৭ জন। সদর উপজেলায় মারা গেছেন ১১ জন, আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৫৩ জন । বন্দর উপজেলায় মারা গেছে ১ জন, শনাক্ত হয়েছে ২৬ জন। আড়াইহাজারে শনাক্ত ২৮ জন , সোনারগাঁয়ে মারা গেছে ২ জন, শনাক্ত ৩৩ জন। রূপগঞ্জে মারা গেছেন ২ জন , শনাক্ত ১৯ জন ।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ৩৮৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭৩ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৯০৮, সদর উপজেলায় ১৯৪২, বন্দরে ২৪৬, আড়াইহাজারে ৩৭৫, সোনারগাঁয়ে ১৯৩, রূপগঞ্জে ১৮০ জনের।
জেলায় এই পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪১ জন, সদর উপজেলার ১২ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।