আজ শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে অসহায় ও দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরন কার্যক্রম সচল

সংবাদচর্চা রিপোর্ট

নারায়নগঞ্জ জেলায় করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারনকে সচেতন করার জন্য প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সহযোগীতায় একযোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ পাড়ামহল্লা গুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জেলার সবর্ত্র অসহায় ও দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরন কার্যক্রম চালু রয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।

সোমবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ তিনি এসব বথা বলেন। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে ৭৫ মেট্টিক টন চাল, ডালসহ বিভিন্ন পন্য ও নগদ ৯ লক্ষ টাকা অসহায় ও দিনমজুরদের মাঝে বিতরন করা হয়েছে। তাছাড়াও ১০০ মেট্টিক টন ত্রাণ ও ২ লক্ষ টাকা বিতরন চলছে। নারায়নগঞ্জ জেলার কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় ও ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন সরকারি ও বেসরকারিভাবে মোট ১৯০ জন চিকিৎসক ও ৩৫৩ জন নার্স ও ৬টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে । আক্রান্ত রোগীদর আইসোলেশনের জন্য পুরো জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১০২টি শয্যা রাখা হয়েছে । সরকারি ভাবে ৩০শয্যা প্রস্তুত রাখা আছে। এসব রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ৯০ জন ডাক্তার ও ১৭৩ জন নার্স প্রস্তুত রাখা আছে। এছাড়াও বেসরকারি ভাবে ৭২টি চিকিৎসা কেন্দ্র প্রস্তুত আছে। আর এসব কেন্দ্রে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ১০০ জন ডাক্তার ও ১৮০ নার্স প্রস্তুত আছে। তাছাড়া কোয়ারেন্টাইন সেল হিসেবে ম্যাজিস্ট্রেট ভবনে ১০০ শয্যা একটি সেল প্রস্তুত করা হয়েছে।

তিনি আরো বলেন, নারায়ণাগঞ্জে এ পর্যন্ত তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। এসময় উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম ব্যপারী, জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মো. মুন্না খাঁন।

এসআই/এসএমআর