আজ বুধবার, ১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জের ৫টি আসনে নির্বাচনী দায়িত্বে থাকবেন ১১ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

সংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) মো. শরীফ হোসেন হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেয়ার তালিকা প্রকাশ করা হয়েছে । আগামী ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত টানা চারদিন অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণ, যেকোনো নির্বাচনী অভিযোগ আমলে নেওয়া, সংক্ষিপ্ত বিচার ও প্রতিবেদন তৈরি ও তৈরিকৃত প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিলসহ নির্বাচনী বিচারিক কার্যক্রমের দায়িত্বে থাকবেন এসব বিচারকরা।

এতে আরো বলা হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন কালে একজন করে বেঞ্চ সহকারী নিতে পারবেন। একই সঙ্গে দায়িত্ব পালন কালে আদালত পরিচালনার জন্য নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।

নিয়োগকৃত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে দায়িত্ব পালন করবেন ২ জন। ঢাকা অর্থ ঋণ আদালতের যুগ্ম জেলা জজ জাহাঙ্গীর হোসেন দায়িত্ব পালন করবেন রূপগঞ্জ তারাব পৌরসভা সহ মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল ইউনিয়নে। নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার আলম দায়িত্ব পালন করবেন ভোলাব, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া নিয়ে মোট ৪ ইউনিয়নে।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে দায়িত্ব পালন করবেন ২ জন। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল মোহসিন দায়িত্ব পালন করবেন আড়াইহাজার পৌরসভা সহ দুপ্তারা, ব্রান্মন্দী, ফতেপুর, উচিৎপুর, হাইজাদী, মাহমুদপুর ইউনিয়নে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী দায়িত্ব পালন করবেন গোপালদী পৌরসভাসহ সাতগ্রাম, বিশনন্দী, খাগকান্দা, কালাপাহাড়িয়া ইউনিয়নে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে দায়িত্ব পালন করবেন ২ জন। সোনারগাঁও পৌরসভাসহ শম্ভুপুরা, মোগরাপাড়া, পিরোজপুর, বৈদ্যেরবাজার ইউনিয়নে দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুরুন্নাহার ইয়াসমিন দায়িত্ব পালন করবেন বারদী, নোয়াগাঁও, জামপুর, সাদিপুর, কাঁচপুর, সনমান্দি নিয়ে ৬ টি ইউনিয়নে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্দ্বিরগঞ্জ) আসনে দায়িত্ব পালন করবেন ২ জন। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আফতাবুজ্জামান দায়িত্ব পালন করবেন আলীরটেক, গোপনগর বাদে সদর উপজেলার ৫ টি ইউনিয়নে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ থেকে ১০ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

নারায়ণগঞ্জ-৫ (বন্দর-সদর) আসনে দায়িত্ব পালন করবেন ৩ জন। নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ বেগম সৈয়দা আমিনা ফারহিন দায়িত্ব পালন করবেন সদর উপজেলা আলীরটেক, গোপনগর ইউনিয়নে। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন দায়িত্ব পালন করবেন বন্দর উপজেলায়। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা খাতুন দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নং ওয়ার্ডে।

স্পন্সরেড আর্টিকেলঃ