আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না. গঞ্জের জল্লারপাড়ে সন্ত্রাসী অস্ত্রসহ মহড়া আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:
সন্ত্রাসীদের সশস্ত্র সন্ত্রাসী মহড়ায় জনসাধারনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় ও এর আশপাশ এলাকাতে মাদক ব্যবসায়ীদের দেশিয় অস্ত্র হাতে রাতে ঘোরাফেরা করতে দেখা গেছে। এতে স্থানীয় সাধারন মানুষ ও এলাকাবাসীর মধ্যে আতংক দেখা গেছে।

জানা যায়, স্থানীয় মিন্নত আলীর ছেলে সজীব জল্লারপাড় এলাকায় ফেরি করে ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করতো। বর্তমানে তার বিরুদ্ধে এলাকায় ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। এর আগে ২০১৩ সালের ১০ জুলাই জল্লারপাড় এলাকায় টানবাজারের সুতা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আত্মগোপনে চলে গিয়েছিল সে।
সম্প্রতি স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত হলেই দেশিয় অস্ত্র হাতে নিয়ে মহড়া দেয় সজিব। সে জল্লারপাড় এলাকায় প্রকাশ্যেই ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করে বেড়াচ্ছে। তার ভয়ে রাতে কেউ ঘর থেকেও বের হয়না। এলাকাবাসী বর্তমানে ডাকাত আতংকে ভুগছে এই সজিবের কারনে।
এলাকাবাসী জানায়, তারা আতঙ্কিত হয়ে রাত কাটাচ্ছেন। পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাচ্ছেন তারা অতি দ্রুত ব্যাবস্থা নেয়ার জন্য যাতে করে নতুন করে আর যেন দূর্ঘটনা না ঘটে।