আজ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নাসিরের প্রতিপক্ষ তৈমূর কন্যা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি ( ২০২১) ইভিএম পদ্ধতিতে তারাব পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। তাদের মধ্যে রয়েছে গত নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী তারাব পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন। তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিনের কাছে পৌর নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি সংবাদচর্চাকে বলেন, আল্লাহ যদি হুকম করে করব। গত নির্বাচনে তার প্রতিপক্ষ ছিলো বিএনপির সাবেক মেয়র শফিকুল চৌধুরী। এবার তার বিরুদ্ধে নতুন করে যোগ হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এড. তৈমূর আলম খন্দকারের কন্যা ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার। সোশ্যাল মিডিয়ায় তৈমূর কন্যার মেয়র পদে বিএনপির প্রার্থী হওয়ার বিষয়টি ভাইরাল হয়েছে। ব্যারিস্টার মার ই-য়াম খন্দকারের প্রার্থী হওয়ার বিষয়টি তার চাচা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। সব মিলিয়ে তারাব পৌর নির্বাচনে এবার বিএনপির মধ্যে চরম কোন্দল দেখা দিয়েছে। গতবার নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সমর্থনে ধানের শীষ প্রতীক পেয়েছিলেন আলহাজ্ব নাসির উদ্দিন। এবার কাজী মনিরুজ্জামানের সাথে তাকে তেমন দেখা যায় না।( আর পড়ুন হাছিনা গাজীর নেতৃত্বে ঋণমুক্ত ) পৃথক অনুষ্ঠানও করেছেন তিনি। কাজী মনিরুজ্জামান এবার তাকে সমর্থন করবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। আবার কাজী মনিরুজ্জামানের সাথে দ্বন্দ্ব রয়েছে এড. তৈমূর আলম খন্দকারের। তৈমূর কন্যা যদি বিএনপির মনোনয়ন পায় তাহলে কাজী মনিরুজ্জামানের সমর্থকদের মাঠে নামাতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। আবার কাজী মনিরুজ্জামান চাইলে বিএনপির নতুন কাউকে প্রার্থী করতে পারেন। বিএনপির সাবেক মেয়র শফিকুল চৌধুরী এবারও বিদ্রোহ করবেন কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। অনুসন্ধ্যানে জানা গেছে তারাব পৌর বিএনপির বড় একটি অংশ ক্ষমতাসীন দলের সাথে আতাঁত করে চলে। তাদের ভোট নৌকায় যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তবে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। কে হচ্ছে তারাব পৌর বিএনপির প্রার্থী তা সময় বলে দেবে। দলটির নীতি নির্ধারকবৃন্দ এ বিষয়ে কাজ করছে। কাজী মনিরুজ্জামান এবার কাকে সমর্থন করবেন তা নিয়ে কৌতুল সৃষ্টি হয়েছে তৃণমূল বিএনপির মধ্যে।

স্পন্সরেড আর্টিকেলঃ