আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিক ২নং ওয়ার্ডে ১২’শ পরিবারকে চাল বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডস্থ ১ হাজার দুই’শ পরিবারকে করোনায় খাদ্য সংকট দূর করতে চাল বিতরণ করেছে হাজী ইদ্রিস আলী এন্ড হাজী হাজেরা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ ইকবাল হোসেন। ১৯ মে মঙ্গলবার সকাল ১০’টা থেকে মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসারোড এলকায় অবস্থিত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে পরিবার প্রতি দশ কেজি করে চাল প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন- হাজী ইদ্রিস আলী এন্ড হাজী হাজেরা খাতুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন, হাজী জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন, আকতার হোসেন, মিজানুর রহমান, জসিম উদ্দিন ও মাষ্টার মহিউদ্দিন প্রমূখ।
কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, প্রতিবারের ন্যায় ঈদ উপলক্ষে হাজী ইদ্রিস আলী এন্ড হাজী হাজেরা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে আমার ওয়ার্ডের ১ হাজার দুই’শ অসহায় ও গরীব পরিবারে দশ কেজি করে চাল প্রদান করেছি। তবে আগে আর্থিক সহায়তা দিতাম। এবার টাকা না দিয়ে চাল দিয়েছি। আমার মাসিক সম্মানী, মা এবং ভাইয়ের পৃষ্ঠপোষকতায় গঠিত ‘হাজী ইদ্রিস আলী এন্ড হাজী হাজেরা খাতুন ফাউন্ডেশন’র উদ্যোগে এ সহায়তা প্রদান করেছি