আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিক ১৮নং ওয়ার্ডে মসজিদের হিসাব কে কেন্দ্র করে বর্তমান এবং সাবেক কাউন্সিলরের ব্যাপক সংঘর্ষ

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেনের সাথে সাবেক কাউন্সিল মুন্না বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত রাত ১১ টায় দুই দফা সংঘর্ষ লাগে। এতে দুই গ্রুপের প্রায় ৫০ জন আহত হয়েছে। জানা গেছে মসজিদের টাকার হিসাব কে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

সদর থানার ওসি কামরুল ইসলাম জানান, মসজিদের সভপতি পদ এবং টাকার হিসাব নিয়ে দুই গ্রুপের সংঘষের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া দুই পক্ষ সদর থানায় বিচার নিয়ে আসলে সেখানে সংঘর্ষ লাগে।