আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিকে প্রধানমন্ত্রীর খাদ্য পেয়ে স্বস্তি

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জে করোনা ভাইরাস মহামারী রূপ নিয়েছে। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাড়ছে খাদ্য সংকট। কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। এতো সবের পরেও থেমে নেই নাসিক। করোনা ভাইরাস মোকাবেলায় নাসিক নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তালিকা করে সেই তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো খাদ্য সামগ্রী বাড়ী বাড়ী পৌছে দিচ্ছে নাসিক কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীরা। শনিবার (১৬ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে আনন্দিত প্রতিবন্ধীরা। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ।

এছাড়া  নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াতের নির্দেশে নাসিক এলাকায় সড়কে জীবাণুনাশক স্প্রে অব্যাহত রয়েছে। গঠন করা হয়েছে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের টিম । তারা কাজ করছে। চালু করা হয়েছে টেলি হটলাইন সার্ভিস । সেখানে ফোন করে নগরবাসী স্বাস্থ্য বিষয়ে ডাক্তারের সেবা এবং পরামর্শ নিচ্ছে।  মেয়র করোনা ভাইরাস প্রতিরোধে নগরবাসী আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া অনুরোধ করেছেন । সেই সাথে সবাইকে ঘরে থাকতে বলেছেন।