আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আল্লায় বাঁচালে নাসিকের চেয়ার বদলাবো: সেলিম ওসমান

নাসিকের চেয়ার বদলাবো

নাসিকের চেয়ার বদলাবো

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ-৫ আসনের  এমপি  নির্বাচিত হওয়ার ৪ বছর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির জাপা নেতা  এ কে এম সেলিম ওসমানকে গণসংবর্ধনা দিয়েছে। মঙ্গলবার ২৬ জুন দুপুরে নগরীর খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনের সড়কে গণসংবর্ধনার আয়োজন করা হয়।

গণসংবর্ধনা অনুষ্ঠানে  নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এ কে এম সেলিম ওসমান বলেছেন, ‘আমার বড় ভাই মোহাম্মদ আলী বলে গেলেন আজকে নির্বাচন করবো কি করবো না তার ঘোষনা দিতে। কিন্তু আজকে আমি তার ঘোষনা দেবো না। আমি ঘোষনা দেব যে আমি সিটি কর্পোরেশনের সাথে কথা বলতে চাই। আজকে সিটি কর্পোরেশনের এতগুলো কমিশনার এসেছেন এটা আপনাদের দায়িত্ব। আর উনি যদি কথা বলতে রাজি না হন তবে আমি অপেক্ষা করবো অন্য কেউ এমপি হবে। আর তাহলে এমনও হতে পারে আল্লায় যদি আমারে বাঁচায় রাখে তবে সিটি কর্পোরেশনের চেয়ার বদলাবো।’

তিনি  বলেন, আমার নারায়ণগঞ্জে মানুষ কিন্তু ভুক্তভোগী, আমার নারায়ণগঞ্জের মানুষ মশার কামড় খায়, ডায়রিয়ায় ভোগে, ময়লার কারণে রাস্তায় হাটতে পারে না। ছোট বোন (আইভী), তোমার বাবা আমার শ্রদ্ধেয় মানুষ ছিল। ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি শুধু চেয়ারে বসে থাকো। আমাকে অনুমতি দাও, এ রাস্তা কি করে পরিষ্কার করতে হয়, এ যানজট কেমন করে নিরসন করতে হয়, আমি করবো।

সেলিম ওসমান মেয়রের উদ্দেশ্যে আরও বলেন, এমনটা কইরো না যে আজীবন জনপ্রতিনিধি থাকবো, তাই অন্যে উন্নয়ন করলে তার পাঞ্জাবী টেনে ধরে রাখবো শহরের উন্নয়ন করতে দিবো না। আমার হায়াৎ আর কতক্ষণ আছে? এই সময়টুকু আমি শুধু নারায়ণগঞ্জবাসীর গোলামী করতে চাই। আসো আমরা একে অন্যকে সহযোগীতা করি।

চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান, ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির, জেলা বিএমএ সভাপতি ডা. শাহনেওয়াজ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, আইনজীবীসমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সেক্রেটারী মোহসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সেক্রেটারী হাজী ইয়াছিন,মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কাউন্সিলর শওকত হাশেম শকু, নাজমুল আলম সজল,সাইফউদ্দিন আহমেদ দুলাল, আবদুল করিম বাবু, আফজাল হোসেন, হান্নান সরকার, বীর মুক্তিযোদ্ধা গোপীনাথ দাস, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েলহোসেন, সহ প্রমুখ।