সিওর বাপের ক্ষমতা নাই আমারে কিছু করার : চালক শাহীন
সংবাদচর্চা রিপোর্টঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একজন গাড়ী চালক বেপরোয়া হয়ে হোন্ডাকে ধাক্কা দিলে তিন সাংবাদিক আহত হন। আহত সাংবাদিকরা প্রতিবাদ করলে তার দোষ শিকার না করে উল্টো হুমকি দেন। এক পর্যায়ে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তার(সিইও) কাছে নালিশের কথা বলা হলে গাড়ী চালক শাহীন বলেন সিইওর বাপের ক্ষমতা নাই আমারে কিছু করার। সিটি কর্পোরেশনের ঐ গাড়ী চালকের নাম শাহীন এবং গাড়ী নম্বর ঢাকা মেট্রো- ঠ ১১-৬২৮৭। ঘটনাটি ঘটে গতকাল রবিবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের রূপায়নের টাউনের সামনে। মটরসাইকেল আরোহী সাংবাদিকরা হলেন সংবাদচর্চা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক খালিদ আল আমিন, আরিফ এবং সার্কুলেশন ম্যানেজার মোঃ সজল। তারা তিনজনই নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। রূপায়ন টাউনের সামনে গেলে মোটর সাইকেলটি সিগনাল দিয়ে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল। কিন্তুু পিকাব গাড়ীর চালক শাহীন সিগনাল দেখার পরও অন্যায়ভাবে সাংবাদিকদের হোন্ডাকে ধাক্কা দেন। গাড়ীর ভির কম থাকায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় সাংবাদিকরা। তবে হাতে এবং পায়ে সামান্য ব্যাথা পায় যার জন্য প্রাথমিক চিকিৎসা নিতে হত তাদের। গাড়ী চালকের এমন আচরনের প্রতিবাদ করলে উল্টো হুমকি দিয়ে নিজেকে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে জাহির করতে চেষ্টা করেন। এক পর্যায়ে সাংবাদিকরা সিটি কপোরেশনের নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হকের কাছে বিচারের কথা বলা হলে শাহীন আরো ক্ষিপ্ত হয়ে বলেন সিইওর বাপের ক্ষমতা নাই আমাকে কিছু করার।
এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হকের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন ,আমি এখনো বিষয়টি জানি না। আমি খোজ নিয়ে জানবো। যদি আহত ঐ সাংবাদিকরা সিটি কপোরেশনে লিখিত অভিযোগ দেয় তারপর আমরা ব্যবস্থা নিব।
জানা গেছে ঐ চালক প্রায় সময় বেপোরোয়া গাড়ি চালায়। যে কোন সময় বড় ধরণের প্রাণ নাশের ঘটনা ঘটতে পারে। আহত আরিফ চালক শাহীনের বহিস্কার দাবি করেছে নাসিক মেয়র জনবন্ধু ডা. সেলিনা হায়াত আইভীর নিকট।