আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিকের উদ্যোগে শবে বরাত পালনের জন্য প্রস্তুত শহরের মসজিদ

প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র শবে বরাত পালন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের তত্ত্বাবধানে প্রতি বছরের মত এবারও নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় কবরস্থানে জেয়ারতের জন্য আলোর ব্যবস্থা ও সিটি কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে মুসল্লিদের রাতব্যাপী ইবাদত বন্দেগীর সুবিধার্থে বিকল্প বিদ্যুৎ, অজুর জন্য অতিরিক্ত পানি ও একাধিক অস্থায়ী টয়লেটের ব্যাবস্থা করা হয়েছে।

এ বিষয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, প্রতি বছরের মত এবারও নাসিকের উদ্যোগে মুসল্লিদের সুবিধার্থে আমরা গত এক সপ্তাহ আগে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোর ব্যাবস্থা সহ আনুসাংগিক কাজ শুরু করেছি। আশা করি এবার মুসল্লিরা আরো নির্বিঘ্নে শবে বরাতে কবর জেয়ারত ও ইবাদত বন্দেগী করতে পারবে। নাসিকের পক্ষ থেকেও কবরবাসীদের ও রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন কাউন্সিলর খোরশেদ।

কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আরো বলেন, ইতিমধ্যে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সুদৃশ্য সীমানা দেয়ালের কাজ শেষের পথে। তিনি মসজিদের জন্য ১০০ কেভির জেনারেটর ক্রয় ও ১০ তলা মিনার তৈরীর কাজে নারায়ণগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছেন।