নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দায়ের করা নাশকতার মামলায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। ৪ মার্চ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে এই চার্জ গঠন করা হয়। ওই সময়ে আজাদ সহ আসামীদের অনেকেই উপস্থিত ছিলেন। তাদের পক্ষে আদালতে ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকার কালভার্টের উপরে ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে টায়ার জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় ৫০ থেকে ৬০ জন দলীয় নেতাকর্মীরা। এসময় পুলিশের টহল টিম সেখানে পৌঁছালে তাদের উপর ইট পাটকেল ও ককটেল ছুঁড়ে আসামীরা। পুলিশ পালটা রক্ষার্থে গুলি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে আটক করা হয় মনির, কবির ও হিরন নামে ৩ আসামীকে। এসময় তাদের কাছ থেকে ২ লিটার অকটেন উদ্ধার করা হয়। এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই আব্দুল আলীম বাদী হয়ে থানায় নাশকতার মামলা দায়ের করেন।
আসামীদের জিজ্ঞাসাবাদ ও অজ্ঞাতনামা আসামীদের পরবর্তীতে গ্রেফতার করে ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওই মামলার ৪৬ জন আসামীর বিরুদ্ধেই সোমবার চার্জ গঠন করে আদালত।