আজ বুধবার, ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাশকতার অভিযোগে আড়াইহাজারে ৪৮ ব্যক্তির নামে মামলা,আটক ৪

নাশকতার অভিযোগে

নাশকতার অভিযোগে

সংবাদচর্চা রিপোর্ট:

নাশকতার অভিযোগ এনে আড়াইহাজারে  ৪৮ ব্যক্তির নামে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এসআই রকিবুল হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে মামলাটি করেন।

মামলায় ১৮জনের নাম উল্লেখ্য করাসহ ২৫ থেকে ৩০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আটক করা হয়েছে ৪ জন কে। আটকৃতরা হলেন গোপালদী লক্ষীবরদী এলাকার মৃত তারাজুদ্দিন আবদুল জলিল, কলাগাছিয়া এলাকার ওয়াজকোরুনীর ছেলে মাসুম, দুপ্তারা কুমারপাড়া এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আমির ও বাহেরচর এলাকার খালেকের ছেলে সোহেল মিয়াকে আটক করা হয়েছে।

মামলায় উল্লেখ্য করা হয়েছে গোপালদীর লক্ষীবরদী এলাকায় চৌ-রাস্তায় কতিপয় দুস্কৃতিকারী সমবেত হয়ে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান, ভবন ও হাইওয়ে রাস্তার ক্ষতি ও আন্তঘাতীমূলক কর্ম করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন। আড়াইহাজার থানার ওসি এম এ হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।