নারী টয়লেট ব্যবহার করায় পুয়ের্তো রিকোতে এক বৃহন্নলাকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার পুয়ের্তো রিকোর পোয়া বাজো এলাকার একটি ম্যাকডোনাল্ড চেইন শপে নেউলিসা লুসিয়ানো রুইজ নামের ওই বৃহন্নলাকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চালানো হচ্ছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, দুইজন ব্যক্তি একজন বৃহন্নলার সঙ্গে চিৎকার করছে। ধারণা করা হচ্ছে, ভিডিও’র বৃহন্নলাই রুইজ যাকে গুলি করে হত্যা করা হয়েছে।
এদিকে এই ঘটনার পর পুয়ের্তো রিকোতে এমন হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। এই বিষয়ে মানবাধিকার কর্মী তরি কুপার বলেন, নেউলিসা লুসিয়ানো রুইজ কারো বন্ধু, কারো পরিবারের সদস্য ছিলেন। তারও হয়তো অনেক স্বপ্ন, আশা এবং শখ ছিলো। আর তার জীবন কেড়ে নেয়ার অধিকার কারো নেই।