সংবাদচর্চা রিপোর্ট:
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একবিংশ শতাব্দীর নারীর ক্ষমতায়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রূপগঞ্জ উপজেলার তারাব পৌর মেয়র হাছিনা গাজী।
মঙ্গলবার দুপুরে ২০১৬-১৭ অর্থ বছরের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তাহবিল কর্মসূচির অাওতায় হেলথক্যাম্প ও চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাছিনা গাজী বলেন,বর্তমান সরকার নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিধবাভাতা ,বয়স্কভাতা বৃদ্ধিসহ নারীদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে।রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে।
হাছিনা গাজী রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে বলেন,সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার ৯ বছরের শাসন আমলে সারা দেশে ব্যাপক পরিমাণ উন্নয়ন হয়েছে। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। সবাইকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,তারাব পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, হামিদুল্লাহ, জোসনা বেগম , অাসমা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম অানোয়ার, সচিব তাজুল ইসলাম, তারাব সড়ক পরিবহন অাঞ্চলিক শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ অালী।
এছাড়া মেয়র হাছিনা গাজী মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘিবরাবো এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেছে।