রূপগঞ্জে নানা আয়োজনে যুব মহিলা লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৬ জুলাই) রূপসী গাজী ভবনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে উপজেলা যুব মহিলা লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি ও তারাব পৌর মেয়র হাছিনা গাজী। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়নে বিপ্লব ঘটেছে । নারীরা রাজনীতিতে আর পিছিয়ে নেই। সকল জায়গায় নারীদের অংশগ্রহণ বাড়ছে। নারীদের বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়।
হাছিনা গাজী বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী নারীদের রাজনীতি থেকে দূরে রাখতে চায়। ওদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। বাংলার নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
মেয়র বলেন, ২০৪১ সালে বাংলাদেশ কে উন্নত বিশ্বে এগিয়ে নিতে নারীরা মাইলফলক হিসেবে কাজ করবে । কোন অপশক্তির কাছে আমরা নারীরা মাথানত করব না।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা,যুব মহিলালীগ নেত্রী অনন্যা আক্তার, হামিদা আক্তার, শারমীন আক্তার, ছালমা আক্তার, সুলতানা আক্তার, ইয়াসমিন আক্তার, মলি আক্তার, শিল্পি আক্তার, কুহিনুর আক্তার, ফারজানা আক্তার, আন্নি আক্তার রুনাসহ অনেকে।
এছাড়া হাছিনা গাজী কেক কেটে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। দেশের যে কোন আন্দোলন সংগ্রাম মোকাবেলায় রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।