নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্বাবলম্বি করার জন্য ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ব্রান্ডিং বিষয়ে কাজ করে চলেছেন। যার ফলে নারীরা এখন কর্মদক্ষতা নিয়ে ব্যাপক অংশগ্রহনের মাধ্যমে নারীর ক্ষমতায়নে উদ্যোগি হয়ে উঠছে, দেশ এখন এগিয়ে যাচ্ছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রামীন জনগোষ্ঠির উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরন প্রকল্পের আওতায় ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ব্রান্ডিং বিষয়ে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, ডেমোক্রেসির জন্য উন্নয়ন জরুরী, এলক্ষে সরকার কাজ করে চলেছে। এজন্য প্রয়োজন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সহযোগীতা করতে হবে।
বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ৯লাখের উপর বিধবা ভাতা, ২৫লক্ষ মানুষকে ৪শত টাকা করে ভাতা প্রদান করছে, সরকারের সাস্থ্যসেবার উন্নয়নের কারনে দেশের শিশু মিত্যুর হার অনেকটাই কমে এসেছে। পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন পরিবেশ নষ্ট হয়ে গেলে আমাদের কোন উন্নয়নের প্রয়োজন নেই। কারন শিল্পায়নের কারনে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পরিবেশ রক্ষার জন্য আমাদের সকলকে উদ্যোগী হতে হবে। এবং পাশা পাশি পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে হবে। সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প গুলো এখন বাস্তবায়নের পথে, এর সুফল দেশের জনগন অচিরেই ভোগ করবে।
এসময় অতিরিক্ত জেলাপ্রশাসক রেজাউল বারীর (সার্বিক) সভাপতিত্বে ও জেলা তথ্যকর্মকর্তা মোঃ সিরাজদৌলা খানের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতিও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।