আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারীদের কে প্রতিবাদী হতে হবে : হাছিনা গাজী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, একটি ধর্মন্ধ গোষ্ঠী বাংলার নারীদের কে ধর্মের দোহায় দিয়ে চার দেয়ালে বন্দি রাখতে চায়। ওদের স্বপ্ন কোন দিন পূরণ হবে না। তিনি বলেন, নারীরা সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নারীদের কে প্রতিবাদী হতে হবে।

শুক্রবার (৮ মার্চ ) রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারী নেতৃত্বের বিপ্লব ঘটেছে। নারীদের কে বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার রিতা,সাধারণ সম্পাদক ফেরদৌসী, বিউটি আক্তার কুট্টি,রেহেনা প্রমুখ।

এছাড়া হাছিনা গাজীর নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি তারাব পৌর ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।