আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে জাতীয় ভেজাল প্রতিরোধ কমিটির মতবিনিময়


নিজস্ব প্রতিনিধি: বৃহষ্প্রতিবার দুপুর ১২ টায় নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি সুলতান মাহমুদ ও সাধারন সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় করেন। পুলিশ সুপারের সাথে নারায়নগঞ্জ জেলা কমিটি ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও করনীয় সম্পর্কে মুক্ত আলোচনা করেন।

পুলিশ সুপার প্রতিনিধি দলের কথাবর্তাগুলি মনযোগ সহকারে শুনেন এবং ভেজাল প্রতিরোধে সর্বাত্বক সহযোগিতা করবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। এই সময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন ইসলাম, কার্যকরি সদস্য ও নীর বাংলার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য আসাদুর রাহমান সানি প্রমুখ।