আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়নগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচী

নারায়নগঞ্জে বিএনপির

নারায়নগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচীনারায়নগঞ্জে বিএনপির

নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পিছনের রাস্তায় বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১১ টায় প্রথমে মহানগর বিএনপি ও পরে জেলা বিএনপি অবস্থান কর্মসূচী পালণ করে।

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা দ্রুত খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়ার মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন। খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হবেনা বলেও হুশিয়ারী দেন নেতাকর্মীরা।

মহানগর বিএনপির অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালাম, সাধারন সম্পাদক এটিএম কামাল, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল প্রমুখ।

জেলা বিএনপির অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আজাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান রনি প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ