আজ সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেনসহ তিন আইনজীবীকে জামিন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেনসহ তিন আইনজীবীকে জামিননারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক:

নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় অভিযোগপত্র দেওয়ার আগ পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাখাওয়াত হোসেনসহ তিন আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তাঁরা জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। অন্য দুই আইনজীবী হলেন আনোয়ার হোসেন ও মোহাম্মদ আলী।

সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন জানান, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় অভিযোগপত্র দেওয়ার আগ পর্যন্ত আদালত সাখাওয়াত হোসেনসহ তিন আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন।

৫ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় স্বাগত জানাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন বিএনপি নেতা সাখাওয়াত হোসেনসহ চারজন। পরে তাঁদের নারায়ণগঞ্জ সদর মডেল থানার নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।