সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, শিক্ষার্থীদের অভিযোগ সরকার সহানুভূতির সাথে নিয়েছে, তাই সরকারের আহ্বানে সারা দিয়ে আন্দোলরত ছাত্র-ছাত্রীরা ক্লাসে ফিরে গিয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জেলা ট্রাফিক বিভাগের কার্যক্রম পরিদর্শেন এসে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে রোববার ৩৮৪টি যানবাহনের বিরুদ্ধে কাগজপত্র ত্রুটি থাকায় মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮৪টি মামলাই হল চালকের বিরুদ্ধে। ঐ চালকদের বৈধ লাইসেন্স না থাকায় এ মামলা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফারুক হোসেন, জেলা ট্রাফিক পুলিশের এএসপি আব্দুর রশিদ, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই আব্দুল কাদের মোল্লা, টিআই মোঃ শরিফ উল ইসলাম, টিআই জিয়াউল করিম, সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) আব্দুস সাত্তার টিটু, ইন্সপেক্টর (অপারেশন) আজিজুল হক প্রমূখ।