আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি শাহআলমের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে আলোচিত সমালোচিত জেলা কমিটির সহ সভাপতি ও ফতুল্লা থানার সভাপতি শাহ আলম দল থেকে পদত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতার বাইরে থাকায় এবার আর সেই পদ পদবীতে থাকতে রাজী না জেলা বিএনপির সহ সভাপতি শাহ আলম। ২৫ ফেব্রুয়ারী সোমবার বিকেলে শাহআলম নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

শাহ আলম জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে এই পদে দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগ করেছি। দেশ, জাতি ও জনগণের সেবা করার জন্য রাজনীতিতে এসেছিলাম। তবে আমার মা-বাবার নামে প্রতিষ্ঠিত আফিয়া-জালাল ফাউন্ডেশন ও ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আজীবন জনগণের সেবা করে যাব। জনকল্যাণমূলক কাজে দলমত-নির্বিশেষে সকল এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।