প্রেস বিজ্ঞপ্তি: মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে । এরপর শহরের বিভিন্ন স্পটে (চাষাড়া মোড়, ২ নং রেলগেইট, ১ নং ফেরিঘাট, ৩০০ শয্যা হাসপাতালসহ অন্যান্য জায়গায়) জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি বলেন, আসন্ন শীত মৌসুমে দেশে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধির আশংকা করা হচ্ছে। কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য ২য় ধাক্কা মোকাবেলায় সকল মন্ত্রনালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে এবং মাঠপর্যায়ে দপ্তরসমূহে সরকার মাস্ক পরিধান ব্যতীত প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে। No Mask, No Entry। মাস্ক ব্যবহার ব্যতীত অফিস, আদালত, শপিংমল, বাজার, মসজিদ, মন্দির, ধর্মীয় উপাসনালয়, সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাওয়া যাবে না। চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য ক্ষেত্রে বারবার ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক পরিধান করুন। মাস্ক ব্যবহার না করা ব্যক্তিকে সেবা প্রদান থেকে বিরত থাকুন। মাস্ক পরিধান করুন, সেবা নিন। Wear Mask, get Service। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে চলুন,সুস্হ থাকুন।