আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন


সংবাদচর্চা রিপোর্ট: ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা ভলিবল টুর্নামেন্ট ২০২০ এ নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভলিবল টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান। চুড়ান্ত খেলায় গাজীপুর জেলা পুলিশ ভলিবল টিমকে পরপর তিন সেটে পরাজিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ভলিবল টিম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। নারায়ণগঞ্জ জেলা পুলিশ ভলিবল টিমকে চমৎকার এ গৌরব অর্জন করায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ