আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা আ.লীগের বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে ফেলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ । নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে  মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) দুপুরে শহরে এ বি‌ক্ষোভ মি‌ছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- সহ-সভাপতি ইকবাল পারভেজ, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরুসহ অনেকে ।

সভায় বক্তারা বলেন , একটি মৌলবাদী গোষ্ঠী আবারো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে মাথাচাড়া দিয়ে উঠেছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা তারই প্রমাণ। ভাস্কর্য ভেঙ্গে মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। যদি কোন মৌলবাদী গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা করে তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

সমাবেশ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে চাষাড়ায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।