নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
দলীয় কার্যালয় সূত্র জানিয়েছে, রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির একটি কপি কুরিয়ার সার্ভিস যোগে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বরাবর পাঠানো হয়েছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর সত্যতা স্বীকার করে বলেন, কেন্দ্র থেকে রোববার কুরিয়ার যোগে আমার কাছে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানো হয়েছে। সোমবার আমি পূর্ণাঙ্গ কমিটির তালিকা হাতে পেতে পারি। তালিকা পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
এর আগে ২০১৬ সালের ৯ অক্টোবর আব্দুল হাইকে জেলা আওয়ামীলীগের সভাপতি, বর্তমান নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সহ-সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করে তুলতে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অত্যাবশক হয়ে দাঁড়ায়।
পরবর্তীতে জেলার শীর্ষ নেতাদের তাগাদার প্রেক্ষিতে কেন্দ্রীয় নেতাদের জোর সুপারিশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে তখন নিউইয়র্কে অবস্থান করায় এবং বন্যা ও রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্রীয় সাংগঠনিক পর্যায়ের শীর্ষ নেতারা কক্সবাজারে অবস্থান করায় জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বিলম্ব হয়ে যায়।
অবশেষে শনিবার রাতে আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।