আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চিঠির মাধ্যমে নারায়ণগঞ্জ আদালত উড়িয়ে দেয়ার হুমকি

নারায়ণগঞ্জ আদালত

নারায়ণগঞ্জ আদালত

সংবাদচর্চা রিপোর্ট:

চিঠির মাধ্যমে  আবুল বাশার নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জ জেলা আদালত উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে । বুধবার ডাকঘর এর মাধ্যমে পাঠানো একটি চিঠিতে এ হুমকি দেয়া হয় বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার (২৮ জুন) সকালে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ওই জিডিটি দায়ের করেন।

পিপি ওয়াজেদ আলী খোকন বলেন, বুধবার ডাকঘর থেকে একটি চিঠি আসে। এতে প্রেরকের নাম লেখা আছে আবুল বাশার। ঠিকানা দেওয়া হয়েছে উত্তর ইসদাইর।

চিঠিতে বলা হয়েছে রিফাত নামের এক মাদকের মামলার আসামীকে না ছাড়লে কোর্ট সহ আমাকে ও আমার পরিবারকে জানে শেষ করে দেওয়া হবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের বলেন, হুমকিদাতাকে খুঁজে বের করা হবে। চিঠিসহ বিভিন্ন সূত্র ধরে বাশারের সন্ধানে পুলিশের একটি টিম কাজ করছে।

দ্রুত অভিযুক্তকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা যাবে বলে  আশাবাদ ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।