আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে সেনাবাহিনীর টহল

নারায়ণগঞ্জে টহল দিয়েছে সেনাবাহিনী। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে সশস্ত্র বাহিনী মাঠে রয়েছে।  ২৪ মার্চ মঙ্গলবার দুপুর পৌনে ১টায় সদর উপজেলার চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ টহল শুরু হয়। পরে সেনা সদস্যরা শহরের চাষাঢ়া গোল চত্ত্বর থেকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ পর্যন্ত ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।  জানা গেছে নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় একটি করে সেনাবাহিনীর টিম মোতায়েন করা হয়েছে। তারা নিয়মিত টহল দিচ্ছে।