আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে শুরু হয়েছে পিইসি সমাপনী পরীক্ষা

সংবাদচর্চা রিপোর্ট:
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও শুরু হয়েছে পিইসি সমাপনী পরীক্ষা। রবিবার সকাল ১০.৩০ মিনিটে জেলার ১০৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার নারায়ণগঞ্জ জেলা থেকে সমাপনী পরীক্ষায় ৪৮ হাজার ৫শ২৬ এবং মাদরাসা ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৩ হাজার ৭শ,৯০ জন শিক্ষারথী অংশ গ্রহণ করে।

পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও মাদরাসার ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ৬ টি বিষয়ে প্রতি টিতে ১০০ নাম্বার করে মোট ৬০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সচ্ছতা নিশ্চিত করতে এবার এক উপজেলার খাতা আরেক উপজেলার শিক্ষক দিয়ে মুল্যায়ন করা হবে।

উল্লেখ্য আগামি ২৪ নভেম্বর সমাপনী পরীক্ষা শেষ হবে এবং ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশকরা হবে।