আজ মঙ্গলবার, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সদর থানার চাষাড়া, কালীবাজার, গলাচিপা, বঙ্গবন্ধু সড়ক( উকিলপাড়া সংলগ্ন), ফলপট্টি,বাবুরাইল ও জিমখানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার ( ২১ এপ্রিল) সকাল ৮ টা হতে দুপুর ১ টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানে জরিমানা করাসহ দোকানসমূহ বন্ধ করে দেওয়া হয়। কয়েকটি হোটেল ও চা দোকানে বসে খাওয়ানোর জন্য জরিমানা করা হয়। তাছাড়া, মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা ও অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার ব্যাপারে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

কালিবাজারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালককে সাথে নিয়ে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য বাজার তদারকিসহ দুইটি দোকানে জরিমানা করা হয়। মোট ১১ টি মামলায় ৪,৮০০ টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

স্পন্সরেড আর্টিকেলঃ