আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে বাস উল্টে ২০ পোশাকশ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে পোশাক কারখানার বাস উল্টে ২০ জনের অধিক নারী শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের চিটাগং রোডে এ দুর্ঘটনা ঘটে। আহত ২০ নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন শাহনাজ, শাহেলা, সালমা, নাজমা, লাইজু।

আহতদের সবার বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে হবে। আহত কয়েকজন নারী শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রোববার সকালে ৫০ জন নারী শ্রমিক কোম্পানির নিজস্ব বাসে করে রাজধানীর রায়েরবাগ এলাকা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেড এলাকায় ডিএমডি পোশাক কারখানায় কাজে যাচ্ছিলেন। পথে চিটাগং রোড এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়ার সময় বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা নারী শ্রমিকদের মধ্যে ২০ জনের বেশি আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে কারো অব্স্থা আশঙ্কাজনক নয়।