সংবাদচর্চা অনলাইনঃ
সারাদেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিন (টিকা) কার্যক্রম। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ৷
রোববার ৭ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এ টিকা তার শরীরে পুশ করানো হয়।
টিকা গ্রহণ শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, টিকা গ্রহণের পর ৩০ মিনিট অপেক্ষা করে পর্যবেক্ষন করতে হবে সকলকে৷ তিনিও অপেক্ষা করেছেন৷ তবে শারীরিক কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি৷ সকল ভীতি উপেক্ষা করে সর্বসাধারণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করেন তিনি৷
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা সার্ভিলেন্স অফিসার ডা. ফারহানা রহমান, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা করোনা ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী প্রমুখ৷
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রথম নারী হিসেবে টিকা গ্রহণ ফতুল্লার হরিহরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম (৫৬)। টিকা গ্রহণ করার পর শিক্ষক শামসুন্নাহার বেগম বলেন, ভয়ভীতির কিছু নেই৷ সাধারণ টিকার মতোই নিলেন৷ কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি৷
জেলায় প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে।