নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন,নারায়ণগঞ্জে কাউকে টেক্স দিয়ে রাজনীতি করবো না। যা বলবো নেতৃত্ব দিয়েই করবো। যা করবো নারায়ণগঞ্জের মানুষের জন্য করবো। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য করবো।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকার নম পার্কে কর্মী সমাবেশে ওই কথা বলেন তিনি।
হুঙ্কার দিয়ে শামীম বলেন, এই হাত পাড়ি দিয়ে কেউ নেতা হতে পারবে না।
তিনি বলেন, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিৎ সবার আগে। তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনারা তাদের চিহ্নিত করুন, আমি আবারও বসবো। আপনাদের কথা শুনবো। আমি আপনাদের পাশে থাকবো।
২ মার্চ শহরের ডিআইটি এলাকায় বৃহত্তর সমাবেশ করার ঘোষনা দিয়ে শামীম ওসমান বলেন, আমরা এদিন সমাবেশ করে দেখিয়ে দিতে চাই যারা আমাদের দিকে আঙুল তুলে কথা বলেন তাদের আগুল দাবিয়ে দিতে চাই। তাদের জানিয়ে দিতে চাই, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ছিলো, আছে। তারাই আওয়ামী লীগ করবে যারা সাচ্চা আওয়ামী লীগার। দিনের বেলা বিএনপি রাতের বেলা জামাত করে না তারাাই আওয়ামী লীগ করবে। তাদের হাতেই আওয়ামী লীগ তুলে দেবো।
শামীম ওসমান বলেন, এদিন স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে নিয়ে বৃহত্তর সমাবেশ করা হবে। এখানে আওয়ামী লীগের শরীরক দলও থাকবে। এখান থেকে আমরা দেখিয়ে দিতে চাই যারা আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে তাদের আঙুল আমরা এই সমাবেশ থেকে দাবিয়ে দেবো।