আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৮১

সংবাদচর্চা রিপোর্টঃ

করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৮১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩৩৯৮।

শনিবার ৬ জুন সকালে জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ১৫২২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় রূপগঞ্জে ৫৫ জন, আড়াইহাজারে ১০ জন, সদর উপজেলায় ৯ জন, সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন ও বন্দর এবং সোনারগাঁয়ে ২ জন করে শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ জানান, কয়েক দিনের মধ্যে নারায়ণগঞ্জকে জোন ভাগ করা হবে। এরমধ্যে রেড জোন থাকবে তেমনি গ্রীণ জোনও থাকবে। নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত অনেক রোগী থাকায় বিভিন্ন জোন ভাগ করা হচ্ছে। রেড জোন, ইয়োলো জোন ও গ্রিন জোন প্রস্তুতের জন্য কাজ করছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

এ জোনে প্রবেশ ও বের হবার ক্ষেত্রে থাকবে সর্বোচ্চ কঠোরতা থাকবে। সিভিল সার্জন আরও জানান, ইয়োলো জোন হবে যেখানে অপেক্ষাকৃত আক্রান্ত একেবারেই কম। এখানে সতর্কতা অবলম্বন করতে হবে এলাকার বাসিন্দাদের। এছাড়া আক্রান্ত হয়নি এমন এলাকাকে গ্রিন জোন ঘোষণা করা হবে। এখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকবেনা।