সংবাদচর্চা রিপোর্ট:
করোনা ভাইরাস ইস্যুতে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে একদিনে ৩০টি ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে । রবিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয় জেলা জুড়ে। অভিযানে মোট ৩ লাখ ৮৩ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন। তিনি এক স্ট্যাটাসে জানান, করোনা উপদ্রবকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয় ভূইগড় ও চিটাগাং রোড এলাকায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান, মোঃ সাইদুজ্জামান হিমু ও মেহেদী হাসান ফারুক মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন।
তিনি আরো জানান নারায়ণগঞ্জ জেলায় রবিবার মোট ৩০ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোট ৩,৮৩,০০০/- টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। বিভিন্ন উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে সতর্ক করে লিফলেট বিতরণ করা হয়।