আজ শনিবার, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে ই-পাসপোর্ট সেবা চালু

নিজস্ব প্রতিবেদক: : নারায়ণগঞ্জে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খাগড়াছড়ি থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। নারায়ণগঞ্জসহ আরও পাঁচটি জেলায় ই পাসপোর্ট সেবা শুরু হয়েছে।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এটিএম আবু আসাদ, ই-পাসপোর্ট এর অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্ণেল জুলফিকার আলী, উপপরিচালক লে. কর্ণেল শরীফুল ইসলাম, জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোহাম্মদ শফিউল ইসলাম, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, উপসহকারী পরিচালক মিজানুর রহমান প্রমুখ।
এ সময় সাংসদ শামীম ওসমান বলেন, ‘আমরা একটি আধুনিক বাংলাদেশে পৌছাচ্ছি। আমি যেটা বুঝি আমাদের দেশে জঙ্গিবাদ এবং অন্য দেশের মানুষ আমাদের দেশের পাসপোর্ট ব্যবহার করে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার যে অপপ্রয়াস চালায়, এই কার্যক্রমের মাধ্যমে এটাকে আমরা রোধ করতে পারবো।’
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমরা অত্যন্ত খুশি হতাম যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে পেতাম। আমি তাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি। উনি স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। এবং সেই লড়াই আজও করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আতর্শের স্বাধীন, সার্বভৌম বাংলাদেশকে যদি হঠাৎ করে কেউ সাম্প্রদায়িকতার দিকে নিতে চায় সেই সময় যারা দিক নির্দেশনা দেন তাদের মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তিত্ব।’
গত ৮ নভেম্বর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবনে যাওয়ার পর ২৪ ডিসেম্বর থেকে ই-পাসপোর্ট সেবা শুরু হলো।