আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে আরও ৪জন করোনা আক্রান্ত

সংবাদচর্চা রিপোর্টঃ

নারায়ণগঞ্জে গেল ২৪ ঘন্টায় ১৯৭ জ‌নের ক‌রোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে নতুন করে আরও ৪জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৬৭ জন।

সোমবার ২রা ফেব্রুয়ারী জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন সূত্র জানায়,নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৩ জন ও সদরে ১ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এই পর্যন্ত মোট ৭০ হাজার ৪১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৭ জনের

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৪৫ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৯২ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৪১ ও মারা গেছেন ৬ জন।