আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৭ দিন সব ধরনের বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ অক্টোবর সকাল ২০ অক্টোবর পর্যন্ত ৭দিন বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা পরিষদের নির্বাচনী এলাকায় সব লাইসেন্সধারী অস্ত্র মালিকদের অস্ত্রসহ চলাফেরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হলো। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও অস্ত্র প্রদর্শনের নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠান ও স্থাপনাতে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।