আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

নারায়ণগঞ্জের সাত মুক্তিযোদ্ধার সনদ বাতিল

সংবাদচর্চা অনলাইনঃ

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ না পাওয়ায় নারায়ণগঞ্জের ৭ মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার।

গত ১৯ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভার সুপারিশের আলোকে তাদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে গত ৫ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।  

সনদ বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- সোনারগাঁয়ের মৃত ইলিয়াস মিয়া (গেজেট-১৫৩৯), তোফাজ্জল হোসেন (গেজেট-৮৯২), বন্দর উপজেলার মো. শহীদুল্লাহ সরদার (গেজেট-২৭৯), মৃত আলী আকবর (গেজেট-৪৭৫), মনিরুল ইসলাম (গেজেট-৪৭৩), রহমত উল্লাহ (লাল মুক্তিবার্তা নং-০১৪০২০১৬৯) ও আবদুল মাজেদ (গেজেট-৩৫৫)।