বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার অতিরুক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মোঃ সাজেদুর রহমান বলেছেন, বন্দর উপজেলার ইউএনও ও অফিসার ইনর্চাজের সাথে পারস্পরিক যে ভালো সম্পর্ক রয়েছে। আজকে এখানে এসে এটা উপলদ্ধি করতে পেরেছি।
আমরা বলে থাকি জেলায় যদি ডিসি এসপি থানা এলাকা ইউএনও ও ওসি সম্পর্ক ভালো থাকলে সে এলাকার জনগন ভাল সেবা পাবে। এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা পাবে।
শুক্রবার সকাল ১০টায় বন্দর থানা কর্তৃক আয়োজিত বিদায় সংবধর্ণা অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৬ ইং সালের ডিসেম্বর মাসের ১৮ তারিখে আমি এ জেলায় যোগদান করি। ১ বছর ৭ মাস এ সময় নারায়ণগঞ্জে জন্য কম নয়। অন্যান্ন জেলায় ৩/৪ বছর আর নারায়ণগঞ্জের ১ বছর চাকুরি করা একই সমান। মানুষের মনে এখন আর ভয় নেই নারায়ণগঞ্জ নিয়ে। নারায়ণগঞ্জের পরিবেশ আগের তুলনায় বর্তমানে অনেক ভাল। আপনারা যখন যে কোন সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন আমি সব সময় চেষ্টা করেছি আপনাদের সেবা দেওয়ার।
বন্দর থানা অফিসার ইনর্চাজ একেএম শাহীন মন্ডলের সভাপতিত্বে ও একই থানার তদন্ত ইনর্চাজ হারুন অর রশীদের সঞ্চালনায় বিদায় সংবধর্ণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী ও সহকারী পুলিশ সুপার জুয়েল রানা। বিদায় সংবধর্ণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর থানা মুন্সি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বন্দর থানার সেকেন্ড অফিসার মোঃ ফরিদ উদ্দিন, বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইন, মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর তরিকুল ইসলাম জুয়েল, বন্দর ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর এমদাদুল হক, কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, ধামগড় ফাঁড়ী ইনর্চাজ ও ইন্সপেক্টর কুতুবে আলম ও বন্দর
থানার এএসআই শামীম ও বন্দরে প্রবীন সাংবাদিক এস.এস. আব্দুল্লাহ।
সংবধর্ণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন, এসআই হামিদুল, এসআই আব্দুল আলিম, এসআই সাইদুল, এসআই সাখাওয়াত হোসেন, এএসআই শহিদুজ্জামান বন্দর থানা কমিউনিটি পুলিশের সভাপতি খাইরুল বাসার ভূইয়াসহ থানার অন্যান্য কর্মকর্তা বৃন্দ।