আজ সোমবার, ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ হবেঃ ডিসি

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, সরকারের কাছে প্রস্তাবনা দেয়া আছে নারায়ণগঞ্জে বড় একটি ফ্লাইওভার নির্মাণের জন্য। ফ্লাইওভারটি হলে নারায়ণগঞ্জ থেকে হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকায় পৌঁছানো যাবে। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাংরোড দিয়েোকে ওঠানামা করতে পারবে।  

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের সাথে মতবিনিময়কালে ডিসি এসব কথা জানান।

জেলা প্রশাসক আরো জানান, নারায়ণগঞ্জকে যানজট মুক্ত করতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেকে প্রস্তাবিত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনের ৩০০ ফিট সড়ক সাইনবোর্ড থেকে চিটাগাং রোড প্রশস্ত সড়ক হবে।

পরে সদর উপজেলার উদ্যোগে ২০ টি অটিজম শিশুকে হুইল চেয়ার ও ৭ জন সচিবকে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার দেয়া হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ